চুনতী ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী ৫৩ তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের শেষ দিনে লাখো মানুষের ঢল নামে।
গতকাল ১৫ অক্টোবর রবিবার ১৯দিন ব্যাপী সীরতুন্নবী মাহফিলের আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লীরা জমায়েত হন মাহফিল মাঠ প্রাঙ্গনে,
অলিকুল শিরোমনি আশেকে রাসুল (সা .)
মোজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (স.) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহম্মদ (রহ,আ) শাহ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ৫৩তম আন্তর্জাতিক সীরতুন্নবী মাহফিলের সমাপনী দিবসে বক্তব্য রাখেন, মাওলানা ড.আ.ফ.ম খালেদ হোসাইন,
মাওলানা শাহাজাদা ফানাফিল্লাহ বিন আজাদ,
মাওলানা ওবাইদুল্লাহ হামযা সাহেব, আলহাজ্ব মাওলানা লুৎফর রহমান সাহেব, মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার সাহেব, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী সাহেব, মাওলানা শহিদুল ইসলাম বারাকাতী সাহেব,ও মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী সাহেব ।
মাহফিলের শেষ দিনে কানায় কানায় পূর্ণ মাহফিল মাঠ প্রাঙ্গন । মাহফিলে অংশ নেন সাতকানিয়া লোহাগাড়ার সাংবাদিকবৃন্দ চট্টগ্রাম কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লীরা।
এদিকে মাহফিল শেষে ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কয়েক কিলোমিটার পর্যন্ত বাস ও বিভিন্ন যানবাহন।
Leave a Reply