1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চাঁদপুরে পানিতে পড়ে মা-ছেলের করুন মৃত্যু - দৈনিক আমার সময়

চাঁদপুরে পানিতে পড়ে মা-ছেলের করুন মৃত্যু

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

চাঁদপুরে পানিতে পড়া সন্তানকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মা-ছেলে দু,জনেরই করুন মৃত্যু হয়েছে।

আজ বুধবার  সকালে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮) ও তার শিশু সন্তান আবু বক্কর সিদ্দিক (৭)।

নিহত খাদিজার মামানি কুলসুমা বেগম জানান, তারা স্বপরিবারে ঢাকায় থাকেন। গত ক,দিন পূর্বে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে খাদিজা আক্তারের দুই শিশু সন্তান মাকে গোসলের কথা বলে বাড়ির পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করার সময় তারা দু,জন সাতার না জানার কারনে পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে মা খাদিজা আক্তার প্রথমে বড় ছেলেকে উদ্ধার করেন। পরে ছোট ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখে তিনি তাকে বাঁচাতেও পানিতে ঝাপ দেন। কিন্তু খাদিজা আক্তারও সাতার না জানার কারনে মা-ছেলে দু,জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ বেলাল হুসাইন তাদের দু,জনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামে মাকসুদা আক্তার নামে ২ বছর বয়সী এক শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। নিহত শিশু ওই গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ বেলাল হুসাইন জানান, স্বজনদের ভাস্যমতে তারা পুকুরে গোসল করতে গিয়ে দুই সন্তানকে ডুবে যেতে দেখে খাদিজা আক্তার তার সন্তানকে বাঁচাতে পানিতে ঝাপ দেন। সাতার না জানা না থাকায় তিনি পুকুরের পানিতে ডুবে যায়। হাসপাতালে আনার পর আমরা তাদের দু,জনকে মৃত পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com