কক্সবাজারের পূর্বের বড় উপজেলা চকরিয়া উপজেলার আওতাধীন বদরখালী, সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠি অনুযায়ী, বদরখালী ইউনিয়নে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমানকে প্রশাসক, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনকে প্রশাসক এবং কাকারা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আজিজুল হক আজিম, বদরখালীতে নূরে হোসাইন আরিফ এবং কাকারায় সাহাব উদ্দীন। দীর্ঘ সময় ধরে এসব চেয়ারম্যান অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিন ইউনিয়নে নতুন প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে, যাতে তারা ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
Leave a Reply