1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলা নির্বাচনে ৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ - দৈনিক আমার সময়

চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলা নির্বাচনে ৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে অপরাধের বিচার করতে প্রত্যেক উপজেলায় একজন করে ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। 
গত ১২ মে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো : একরামুল হক শামীম স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী কক্সবাজারের ৩টি উপজেলার জন্য ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ১৬১ টি উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনে ১৬১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেয়া হয়।
চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত  হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com