শত্রু ভয়ঙ্কর,শত্রু এখনও ষড়যন্ত্র করছে,কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারাদেশে আওয়ামীলীগের যে সাংগঠনিক শক্তি রয়েছে,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথাকথিত ভাড়াটে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবো।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আয়োজিত ‘দা ডিল’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন- বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।এছাড়াও ময়মনসিংহের তরুন নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট রাজনীতিসহ অর্থনীতিকে স্মার্ট করা এবং ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন জন্য তিনি ৪২ বছর যাবত রাজনীতি করছেন।সামনে আমাদের জাতীয় নির্বাচন। দেশের যে উন্নয়ন হয়েছে সেই বার্তা প্রচার করে জনগণের দোরগোড়ায় যেতে হবে। সেজন্য উপযুক্ত কর্মী তৈরী করতেই আমাদের এই প্রচেষ্টা।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, এই তরুন প্রজন্ম তারা আজকের এই বিশেষ কর্মশালা “দা ডিল” থেকে প্রশিক্ষণ নিয়ে স্মার্ট বাংলাদেশের দক্ষ জনবল হয়ে উঠবে। আপনারা দেশী বিদেশী চক্রান্ত উপেক্ষা করে স্বাধীনতা বিরোধী অপশক্তির গুজব মোকাবেলা করে দলের জন্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি মনে করি এই কর্মশালার মাধ্যমে বাস্তবিক দুনিয়াতে আমরা মাঠে-ঘাটে ময়দানে যেভাবে যুদ্ধ করতে সক্ষম হয়েছি মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তির বিরুদ্ধে, সাইবার দুনিয়াতেও আমরা সেভাবেই যুদ্ধ চালিয়ে যাব আরো সুসংহত ও প্রশিক্ষিত হয়ে।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে যে উন্নয়ন হয়েছে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নওশেল আহমেদ অনি ও সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তাফসির আলম রাহাত।।এতে বিভিন্ন ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার এ পর্যন্ত দেশের ৪৫ টি জেলা সদর ও ৭টি উপজেলায় গিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন। দক্ষ অনলাইন ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচিকে আগামীতে ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply