1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজায় ইসরায়েল কতৃর্ক গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

গাজায় ইসরায়েল কতৃর্ক গণহত্যার প্রতিবাদে নরসিংদীতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ মিছিল

মো: মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি:
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় নরসিংদীতে শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
গতকাল সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। নরসিংদী শহরের শিক্ষা চত্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল বের করে নরসিংদী জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর আমীর আজিজুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন সহ নেতৃবৃন্দ।
অপর দিকে সকাল ১১টায় শিক্ষার্থীসহ নরসিংদী পৌরসভা চত্বর থেকে সর্বস্তরের মুসলমান এক বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচী শেষ হয়। নরসিংদী শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানা মোড়ে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়।
এতে করে ঢাকা—সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকার কারণে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com