সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এর কিছুক্ষণ পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও তৌহিদি জনতার ব্যানারে মানুষজন আসতে থাকে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন প্লে কার্ড প্রদর্শন করে সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রতিবাদী জনতার সমাগম। জনসাধারণ বাড়ার কারণে বন্ধ হয়ে যায় টাউন হল মোড়ের রাস্তা। বিভিন্ন প্রতিবাদী স্লোগানে কম্পিত হয়ে ওঠে সমাবেশ। প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ও তৌহিদী জনতা। এ সময় বক্তারা বলেন, ইসরাইল সকল পণ্য আমাদের বর্জন করতে হবে। বক্তব্যে আরও বলেন, ইসরাইলী পণ্য কোকাকোলা পান করা মানে, ফিলিস্তিনি মুসলিম ভাইয়ের রক্ত পান করার সময়। তাই এ ব্যাপারে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে।
বক্তব্য শেষে সমাবেশে অংশগ্রহণকারী তৌহিদী ছাত্র-জনতা টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বড় মসজিদ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় গিয়ে শেষ হয়। এছাড়াও নগরীর পাটগুদাম হাজী কাসেম আলী কলেজের সামনে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণ এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । এছাড়াও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও জোহরের নামাজের পর ময়মনসিংহ বড় মসজিদের সামনে থেকে বৃহত্তর ইত্তেফাকুল উলামা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এছাড়া বিকেল তিনটায় নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল পাঁচটায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রতিবার সমাবেশের আয়োজন করা হয়।
Leave a Reply