জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও ৩ সংসদ সদস্য আসনের সাইমুম সরওয়ার কমল এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী কুতুবদিয়া ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি , বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয় সম্পাদক এড: সিরাজুল মোস্তফা, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সরকার, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সরওয়ার আলম, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা প্রমুখ।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়র সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষ মেলায় গিয়ে শেষ হয়।।
Leave a Reply