ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রাখে, যা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখতে হবে, তাঁর দূরদর্শী নেতৃত্বের কারনেই এ সাফল্য সম্ভব হয়েছে। আমাদের সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্বঅঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে।এদের মধ্যে ৮ নারী ফুটবলার আমাদের ময়মনসিংহের সন্তান।খেলাধুলায় নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আজকে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল প্রতিযোগিতায় দুটি দলের সবাই ভালো খেলেছো, খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক- বৃহত্তর ময়মনসিংহ ফুটবল প্রতিযোগিতা- ২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।গতকাল ১১ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুলের সঞ্চালনায় খেলা পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সি (টিপু),ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ নাজিমুল ইসলাম রাজুসহ প্রমুখ। ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় টাঙ্গাইলকে ০-১ গোলে হারিয়ে ময়মনসিংহ চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানার্স আপ দলের মাঝে ৫০ হাজার টাকার প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply