1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কোটি টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামে কথিক সচিব গ্রেপ্তার - দৈনিক আমার সময়

কোটি টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামে কথিক সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

 

ভুয়া সচিব ও সাংবাদিক পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি মোজাম্মেল হক চৌধুরী নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম নগরী থেকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৭ মে) র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা নগর ও উত্তরা পশ্চিম থানায় টাকা আত্মসাৎ এবং প্রতারণা সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

মোজাম্মেল হক চৌধুরী নিজেকে কখনো সরকারের সচিব, কখনো সাংবাদিক আবার কখনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে মিল্কভিটা প্রজেক্ট, তথ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রাণালয়ের উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাধারণ জনগণের কাছ থেকে কোটি কোটি অর্থ আত্মসাৎ করেছেন।

র‌্যাব জানায়, মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গত ৯ মে তার ঢাকার ধানমন্ডীর বাসায় অভিযান চালিয়ে র‌্যাব-১ এর আভিযানিক দল। তবে ওইসময় তিনি সুকৌশলে পালিয়ে যান। সেদিন তার বাসা থেকে মন্ত্রণালয়ের স্টিকার ও ফ্ল্যাগ স্ট্যান্ড যুক্ত তার ব্যবহৃত পাজেরো জিপ ও নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়ি দুটি তল্লাশি করে মোজাম্মেল হক চৌধুরীর নামে ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশপত্র (আইডি কার্ড নম্বর ০৫২৯) এবং দৈনিক নয়াদেশ’র সাংবাদিক কার্ড (নং ২০২১১১০১১১১) পাওয়া যায়। এছাড়াও নোহা গাড়ির গ্লাসে ‘এসএ টিভি প্রেস’ লেখা স্টিকার এবং পাজেরো গাড়ির গ্লাসে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৩’ লেখা স্টিকারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com