1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন - দৈনিক আমার সময়

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
কোটা আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচার ও শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শনিবার (৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য সুফি আহমদ শাহ মুর্শেদ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য নজরুল ইসলাম, নিজাম উদ্দিন চিশতী, অধ্যাপক শাহজাদ ভূইয়া, এস এম শাহিন, ডাঃ দেলোয়ার খান বেনু প্রমুখ।
বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরুতে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময়ক্ষেপণ করার পর ছাত্রদের হত্যা করার মধ্যে দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্খিক্ষত বলপ্রয়োগের ঘটনা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com