আজ বুধবার সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন – জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন সহ অসংখ্য নেতাকর্মী।
জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলার আউটার স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির বিশাল সমাবেশের কথা রয়েছে।
এতে ৫০-৬০হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ার সম্ভাবনা। তবে দলীয় নেতারা বলছেন লক্ষাধিক নেতাকর্মী ও জনসাধারণ সমাবেশে অংশ নেবেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।
Leave a Reply