1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা’র প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল  - দৈনিক আমার সময়

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা’র প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল 

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এ সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা’র প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে সাতটায় বাগেরহাট শহরের দশানী আলিফ চত্বর থেকে মশাল ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

 

মিছিল শেষ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারন শিক্ষার্থী ও সাধারণ জনতা এই বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব এস কে বাদশা বলেন,আজ শুধু কুয়েটে রক্ত ঝরেনি ঝরেছে পুরো বাংলাদেশের।

 

ছাত্র রাজনীতি আর সন্ত্রাস একই সাথে চলতে পারেনা।নিষিদ্ধ ছাত্রলীগের মতো যারা সন্ত্রাসী হামলা চালাবে তাদের অবস্থাও ভবিষ্যতে ছাত্রলীগের মতো হবে।তাই যদি তারা সঠিক ভাবে, সঠিক পথে ফেরত না আসে তবে তাদেরও করুণ পরিণতি হবে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সংগঠক মীর ছাব্বির ছাত্রদলকে উদ্যেশ্য করে বলেন,আপনাদের আমরা বন্ধু ভাবি আপনারা যদি না শুধরান তবে আপনারাও আমাদের বন্ধুর জায়গায় থাকবেন না।

 

তাই আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারাও শুধরে যাবেন এবং সন্ত্রাসী পথ থেকে ফিরে আসবেন।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার মুখপাত্র সায়মন জিয়ন বলেন,যেখানে ছাত্র জনতার মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেখানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই।

 

বন্ধু সংগঠনকে বলে দিতে চাই ছাত্রলীগের পরিণতি অনেক ভংয়কর।সাধারণ ছাত্র জনতার উপর আঘাত আনলে আমরাও চুপ করে বসে থাকবো না।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার মূখ্য সংগঠক আব্দুলাহ আল রুমান বলেন,হাজারো শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে নতুন করে কোনো সন্ত্রাসী কর্মকান্ড আমরা দেখতে চাই না – শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না – আমরা দীর্ঘ দিন লড়াই করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কেউ নতুন করে ফ্যাসিস্ট হতে চাইলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার আহবায়ক এস এম সাদ্দাম বলেন,আজ যে রক্ত কুয়েটে ঝরেছে তা শুধু কুয়েটে নয় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঝরেছে।

২৪ এর বিপ্লবের পরে বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না।একসাথে ছাত্র রাজনীতি আর সন্ত্রাস চলতে পারেনা।

তাই সকলকে আহবান জানাই সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসুন।

 

উল্লেখ্য, মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্ততঃ ৫০ জন আহত হয়েছে।

 

কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করার পক্ষে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়ায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com