1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়া লালন আখড়াবাড়ি ঘিরে পর্যটকদের জন্য নেই থাকা খাওয়ার সুব্যবস্থা - দৈনিক আমার সময়

কুষ্টিয়া লালন আখড়াবাড়ি ঘিরে পর্যটকদের জন্য নেই থাকা খাওয়ার সুব্যবস্থা

এ,জে, সুজন কুষ্টিয়া প্রতিনিধি 
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
 দেশের দ্বিতীয় বৃহত্তম পৌর শহর কুষ্টিয়া। সরকারি বেসরকারি হিসেব মিলিয়ে প্রায় দুই হাজার মানুষের থাকার মতো আবাসিক হোটেল সুবিধা আছে এই শহরে।
শহরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নাম ও মানের রেস্তোরা আছে, পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন খাবার।
কিন্তু এইসব সুবিধা নেই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামের লালন শাহ আখড়াবাড়ির আশেপাশে, লালনের আখড়াবাড়ি বা মাজারে সব সময়ই যাতায়াত করেন সাধু ভক্ত, লালন অনুসারী ও দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা।
অল্প কয়েকদিন পরেই ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস। এই দিবসে লালন শাহের আখড়া বাড়িতে জমে সাধু ভক্তের মিলন মেলা, সেই সাথে দেশ-বিদেশ থেকে ভিড়তে শুরু করে পর্যটকেরা।
থাকার যায়গার অভাব, অপরিচ্ছন্ন উৎসব প্রাঙ্গণ, অস্বাস্থ্যকর খাবার ও গোসলের অব্যবস্থাপনায় নাজেহাল হতে হয় আগত সকল শ্রেণীর মানুষের। আগামী ১৭,১৮,১৯ অক্টোবর, ১,২,৩ কার্তিক ১৩৩ তম তিরোধান দিবস পালিত হবে লালন আখড়াবাড়িতে । লালন শরন উৎসব ও তিরোধান দিবসে জমে লাখো মানুষের ভিড়।
বছরে দুবার বড় আয়োজন ছাড়া অন্যান্য সময়ও দেশ এবং দেশের বাইরে থেকে আগত পর্যটকেরা থাকা খাওয়া করেন শহরের হোটেল রেস্তোরাঁ গুলোতে।
সরকারি বেসরকারিভাবে থাকা খাওয়ার তেমন কোন ব্যবস্থা গড়ে ওঠেনি ফকির লালনশাহের আখড়াবাড়ি ঘিরে।
আগত দর্শনার্থীরা তাদের অসুবিধার কথা তুলে ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের এই দুর্ভোগ নিরসনের জন্য এগিয়ে আসতে বলেন।
সিলেট থেকে আগত দর্শনার্থী আরিফ মাহমুদ বলেন, লালন শাহের মাজার দেখার উদ্দেশ্যে আমি সিলেট থেকে এসেছি, কিন্তু মাজারের আশেপাশে বা কাছে কোন হোটেল বা রেস্টুরেন্ট নেই, শহরের মধ্যে একটা আবাসিক হোটেলে উঠেছি, লালন মাজার থেকে অনেক দূরে হয়ে যায় এবং খাবার জন্য শহরে যেতে হয়, আবার সন্ধ্যার আগে হোটেলে ফিরতে হয়।আমাদের মতো পর্যটকদের জন্য এটা খুবই ঝামেলার, মাজার সংলগ্ন বা আশেপাশে হোটেল থাকলে আমাদের জন্য খুবই মজার হত।
তিনি আরো বলেন সামনে মাসে ইংল্যান্ড থেকে আমার চাচাতো ভাই দেশে আসবেন, উনি লালন শাহের মাজার দেখতে আসবেন, উনাদের থাকার মতো ভালো মানের হোটেল বা কটেজ এখানে নেই, আমি মনে করি এই বিষয়টি কর্তৃপক্ষের নজর দেয়া উচিত।
এই ব্যাপারে লালন শাহের এডহক কমিটির সদস্য সেলিম হকের সাথে কথা হলে তিনি জানান এখানে একটা ভালো মানের রেস্টহাউজ খুব জরুরী, কিন্তু বর্তমানে একাডেমির ফান্ড নাই, একটা ভালো মানের রেস্টহাউজ করার জন্য লালন অনুষ্ঠানের সময় এমপি, মন্ত্রীদের আমরা একাধিকবার জানিয়েছি, তারা আশ্বাস দিলেও এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
Show quoted text

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com