কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত :
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ স্মারকলিপি প্রদান করেছে। বুধবার(১১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত)মোছাঃ শারমিন আখতারের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় অন্যান্য ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এর ন্যায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি থেকে পাশকৃত সার্ভেয়ার অথবা সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেড তথা ২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর নিকট বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন আহবায়ক সার্ভেয়ার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক সার্ভেয়া মোঃ কামরুজ্জামান, রুবেল হোসেন, সদস্য সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, মোঃ জহুরুল ইসলাম, নুররেছ রেজা, শাহাদুল ইসলাম, মোঃ আহসানুজ্জামান, মোঃ জিয়াউল হক, মোঃ মিন্টু মিয়া, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তোফায়েল আহম্মেদ প্রমুখ।
Leave a Reply