কুষ্টিয়ায় চলন্ত অবস্থায় নকশীকাঁথা এক্সপ্রেস থেকে পোড়াদহ থানার অভিযানে ২৫৬ বোতল ফেনসিডিলসহ আসমা বেগম (৪৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসমা বেগমের বাড়ি মোচড়া- গোপালগঞ্জ, স্বামী মৃত হানিফ ফরাজি। আসমা বেগমের নামে এর আগেও ৪টি মাদক আইনে মামলা রয়েছে।
পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক জানান, রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিট এর দিকে খুলনা থেকে গোয়ালন্দ গামী নকশীকাঁথা এক্সপ্রেসে আলমডাঙ্গা-হালসা স্টেশন এর মাঝামাঝি স্থানে চলন্ত অবস্থায় তল্যাশি করে মাদক ব্যাবসায়ী আসমা বেগমের কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তবে আসমা বেগমের সহযোগীরা পালিয়েছে। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আসমা বেগম দীর্ঘ দিন ধরে মাদক কারবার করে আসছে।
এই অভিযানে নেতৃত্ব দেন পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক সহ সঙ্গীয় ফোর্স। আটককৃত আসমা বেগমের নামে পোড়াদহ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply