1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়ায় আরটিভির সাংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা - দৈনিক আমার সময়

কুষ্টিয়ায় আরটিভির সাংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা

এ,জে, সুজন কুষ্টিয়া প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় ৭-৮ জন দুর্বৃত্ত। পরে আহত বেলালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, আহত সাংবাদিক বেলাল হামলাকারীদের মধ্যে একজন স্থানীয় পাখির দোকানিকে চিনতে পেরেছেন।
বেলালের সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তিনি শহরের নিশান মোড়ের একটি মেসে থাকতেন। একই এলাকার পাখি ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক ইমরান হোসেন বেলালের মেসে মাঝেমধ্যে খাঁচাসহ পাখি রেখে আসতেন।
বেলাল সেখানে পাখির খাঁচা রাখতে বারণ করেন। এর জের ধরে পাখি ব্যবসায়ী ইমরানের নেতৃত্বে সাংবাদিক বেলালের উপর হামলা করা হয়েছে বলে তার সহকর্মীদের ধারণা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, আহত সাংবাদিকের মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আমাদের অবজারভেশনে আছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে আসেন।
তিনি বলেন, অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com