নিহত ব্যক্তির নাম তারিক(৪০)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ মণ্ডলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় আহত অপর দুইজন হলেন তারিকুল ইসলাম টরিক(৫০) ও রাশেদ (৪৫)।
জানা গেছে, গত মঙ্গলবার (২১ মে) উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গোলাম মুর্শেদ পিটার এবং বিজয়ী প্রার্থী আব্দুল মান্নান খানের আনারস মার্কা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আনারস মার্কা প্রতীকের সমর্থকের ৩ জন।
আহতদের প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ,কুষ্টিয়া এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারিককে একই দিন আনুমানিক রাত ২ ঘটিকায় ঢাকা মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২৬ মে) আনুমানিক ভোর ৪ টায় মারা যান তিনি।
এঘটনায় গত ২৩ মে ১২ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি মামলা করেন নিহত ব্যক্তির ভাই তারিকুল ইসলাম টরিক।
ঘটনার সুস্থ তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এবিষয়ে মামলার বাদী তারিকুল ইসলাম টরিক বলেন, আমার ভাই মৎস্যজীবি লীগের নেতা। ভোটে আনারস মার্কা প্রতীকের পোলিং এজেন্ট ছিল। ভোট গণনার সময় আমার ভাই কেন্দ্রের মেইন গেটের সামনে পৌছালে মোটরসাইকেল প্রতীকের সমর্থক আদিলুর রহমান লাল (৫০), মধু (৫৪), দুুদু (৩৮, সাদ্দাম (৩৫), শাকিল (২৫) সহ ১০ -১৫ জন হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তাঁর ভাষ্য, আনারস মার্কার এজেন্ট হওয়ায় তারিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সুষ্ঠ বিচারের প্রত্যাশায় থানায় মামলা করেছেন।
রোববার সকাল ১০ টার দিকে সরেজমিন জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন। তারিকের বাড়িতে উৎসুক জনতার ভিড়। স্বজনদের চলছে আহজারি।
এসময় মেয়ে তামান্না খাতুন কান্নায় ভেঙে পড়ে আর্তনাদ করে জানান, তাঁর বাবাকে অন্যায়ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আসামীদের উপযুক্ত শাস্তি চান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তারিক মারা গেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply