আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জে এন হাইস্কুল মাঠে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের মাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভূমি আমিরুল আরাফাত ।
পরে বিদ্যালয়ের খেলারমাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান , জে এন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোকসেদ আলী, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারি মাকসেদুল করিম শিমূল সহ শিক্ষক – শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply