কিশোরগঞ্জের মিঠামইনে ঘুরতে এসে হাওরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায় তিন পর্যটক। দুই জনকে উদ্ধার করা হয় কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন একজন পর্যটক।
শুক্রবার (১২ জুলাই) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক আবিদ (২০) গাজীপুর জেলার বাসিন্দা।
এই ঘটনায় সজীব এবং শাহজাহান নামের দুই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসে তারা। বিকাল ৩ টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে তিন জন হাওরে গোসল করতে নেমে ডুবে যায়।
তিনি আরও বলেন, তারমধ্যে সজীব এবং শাহজাহান নামে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ (২০) নামে একজন এখনও নিখোঁজ আছেন। কিশোরগঞ্জের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply