গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেলের ধাক্কায় জাফর আলী মুন্সী (৬২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এরআগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
মুন্সী জাফর রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সীর ছেলে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মুন্সী জাফর শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply