গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমনের ধাক্কায় সেলিম গাজী (৫২) নামে এক মেশিনারীজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড় টার দিকে উপজেলার রামদিয়া-তালতলা সড়কের তালতলা এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম উপজেলার রামদিয়া গ্রামের গাজী সাইদুর রহমানের ছেলে। তিনি ওই বাজারে মেশিনারীজের ব্যবসা করতেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায়ী সেলিম হালখাতার কার্ড বিতরণ করে উপজেলার নিজামকান্দি এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে রামদিয়া বাজারের উদ্দেশ্যে ফিরতেছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি নছিমন তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নছিমন চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তার নাম-পরিচয় জানা গেছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply