গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মফিজুর রহমান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (৫ মে) রাতে তিনি মারা যান।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম ও নিহতের শ্যালক আম্মার মিয়া অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মফিজুর রহমান শেখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।
নিহতের শ্যালক আম্মার মিয়া অসীম জানান, ১৯ শতাংশ জমি নিয়ে রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের নিহত মফিজুর রহমান শেখের সঙ্গে প্রতিবেশী সিরাজ শেখের বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৬ এপ্রিল) সকালে সিরাজ শেখ ও তার পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এতে মফিজুর রহমান শেখ, তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম এবং তার ভাই সজল শেখ আহত হন। পরে তাদেরকে কাশিয়ানীর ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মফিজুর রহমান শেখ মারা যান।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান শেখ মারা গেছেন। এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply