1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালিয়াকৈরে ঈদকে ঘিরে মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময় - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে ঈদকে ঘিরে মহাসড়কে যানজট নিরসনে মতবিনিময়

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মাহে রমজান ও ঈদ উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাউজোড় হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন। তিনি বলেন, মাহে রমজান ও ঈদকে ঘিরে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ জরুরি। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যানজটমুক্ত ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে শ্রমিকদের সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রীদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা যানজট নিরসনে করণীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন এবং রমজান ও ঈদকে ঘিরে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com