টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ভাঙ্গারচেও গ্রামের আয়নাল হকের ছেলে মোঃ. রাসেল রানা (২৫), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে বকুল সরকার (১৭)।
নিহতের পরিবার জানান, গত তিনদিন আগে গাজিপুরের কোনাবাড়ী বোনের বাসায় বেড়াতে যায়, সেখান থেকে আজ ভোরে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রাপথে ঘটনাস্থলে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি।
Leave a Reply