1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কালিয়াকৈরে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈর থানায় দুই যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ২১৭ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা করা হয়েছে। ওই দুটি মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। নিহত দুজন হলেন, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার হায়াত আলী ফকিরের ছেলে মো. জসিম ফকির (৩৬) ও উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা শাহিনুর মাহমুদ শেখ (৪০)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ওই দুটি হত্যা মামলায় বাদী হয়েছেন নিহত জসিম ফকিরের ভাই রিয়াজ ফকির ও নিহত শাহিনুরের স্ত্রী সালমা বেগম। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সফিপুর এলাকায় গত ৪ আগস্ট বিকেলে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে জসিম ফকির নিহত হন। পরে তাঁর লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে নিহতের ভাই রিয়াজ ফকির বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য শেখ হেলালকে হুকুমের আসামি করে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অপর মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের ও মোজাম্মেল হককে হুকুমের আসামি করে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই মামলাতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান বলেন, কালিয়াকৈর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর একটি শুক্রবার রাতে নথিভুক্ত করা
হয়েছে, অপরটি শনিবার সকালে নথিভুক্ত করা
হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com