1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কালিয়াকৈরে ভাড়া বাসার বন্ধ কক্ষে ওয়ালটন কারখানার কর্মকর্তার লাশ  - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে ভাড়া বাসার বন্ধ কক্ষে ওয়ালটন কারখানার কর্মকর্তার লাশ 

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসার বন্ধ কক্ষের ভেতর থেকে ওয়ালটন কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কর্মকর্তার রহস্যজনক মৃত্যু খবরে সেখানে ভীড় জমায় উৎসুক জনতা।
 (১৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিজলহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, টাঙ্গাইলের কালিহাতী থানার কস্তুরীপাড়া এলাকার আব্দুল বাছেদের ছেলে রেজাউল করিম (৩৭)। তিনি ওয়ালটন হাইটেক কারখানার কর্মকর্তা ছিলেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে তার স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার জালাল উদ্দীনের ৬ তলা ভবনের ৪ তলার একটি ফ্লাটের ভাড়া থাকতেন। সেখানে বাসা ভাড়া থেকে ৬ বছর যাবত চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত তিনদিন আগে পুজার ছুটিতে তার স্ত্রী ও তাদের আয়ান নামে ৩ বছরের একমাত্র ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে যান। কিন্তু রেজাউল করিম বৃহস্পতিবার সকালে কারখানা যাওয়ার কথা থাকলেও তিনি কারখানায় যাননি। সকালে কারখানার গাড়ীর ড্রাইভার এসে অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খুলেননি। সকাল গড়িয়ে বিকেল হলেও তার কক্ষের দরজা বন্ধ দেখে আশেপাশের লোকজনও তাকে ডাকাডাকি করে। পরে তার কোনো সারা শব্দ না হলে সন্দেহ হয়। কিন্তু অজ্ঞাত কারণে ওই ভবনের মালিক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিকেলে ঘটনাটি ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে কক্ষ বন্ধ দেখতে পায়। পরে সন্ধ্যা পৌণে ৭টার দিকে ওই কক্ষের দরজা ভেঙ্গে ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ওয়ালটন হাইটেক কারখানার ওই কর্মকর্তার রহস্যজনক মৃত্যু খবরে সেখানে ভীড় জমায় উৎসুক জনতা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com