1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলা বৃষ্টি পেট্রল পাম্পের সামনে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন একজন। (৯ নভেম্বর) শনিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)। নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। এ সময় গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটান নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নাসির উদ্দিন মারা যান। এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে। এদিকে আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com