গাজীপুরের কালিয়াকৈরে খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন মাদক ব্যবসায়ীরা। (১১ আগস্ট) রবিবার সকালে শিক্ষার্থীদের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের পাশের পুলিশ বক্সে বেঁধে রাখলেন শিক্ষার্থীরা। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের সদর থানার গোরাচালা এলাকার নজরুল ইসলামের স্ত্রীর ফাতেমা আক্তার ( ৩৭), বগুড়ার শেরপুর থানার বাঘা বটতলার এলাকার ফয়েজ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২০) ও কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার হাবিব হোসেনের ছেলে সজিব হোসেন (১৮)। এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার দীর্ঘদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ফাতেমা হোটেল নামে খাবার হোটেল পরিচালনা করে আসছিলেন। পরে ওই হোটেলের মালিকসহ বেশ কয়েকজন খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ওই খাবার হোটেলে অভিযান চালায়। অভিযান চালিয়ে ফাতেমা আক্তার, মিরাজ হোসেন ও সজিব হোসেন নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাসী চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এরপর ওই মাদক ব্যবসায়ীদের পাশের হাইওয়ের চন্দ্রা পুলিশ বক্সে বেঁধে রাখা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
কালিয়াকৈর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ী তিনজনকে আটক করে রাখা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করতেন বলে জানা গেছে। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের রিপন আহমেদ জানান, মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে ফাতেমা হোটেলে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে শিক্ষার্থীরা বলছেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের পুলিশ বা সেনা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে।
এব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply