গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলার কালিয়াকৈর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে উপজেলা চত্বরসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে শিলাবৃষ্টি কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাকিরুল ইসলাম , বিআরডিবির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন,পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল আলমসহ
আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
Leave a Reply