গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট, চাঁদাবাজি এবং মাদকমুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের নিচে আয়োজিত এই সভায় স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাইজুদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এসময় আরও বক্তব্য রাখেন,গাজীপুর জেলার পুলিশের টিআই অ্যাডমিন শাহাবুদ্দিন, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ, নাওজোড় থানা ওসি রইছ উদ্দিন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী খান, গাবতলী সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কিরন মাহমুদ গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, গাজীপুর জেলার বাস মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন, উপজেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতা কর্মীরা।
Leave a Reply