গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান করেছে হাইওয়ে পুলিশ।
(৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু’পাশে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের চলাফেরা ভোগান্তি হয়। বিষয়টি হাইওয়ে পুলিশের নজরে আসলে সোমবার সন্ধ্যায় নাওজোড় হাইওয়ে পুলিশের ওসির রইচ উদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ওসি রইচ উদ্দিন বলেন, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply