1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালিয়াকৈরে কয়েকশ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বন বিভাগ - দৈনিক আমার সময়

কালিয়াকৈরে কয়েকশ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বন বিভাগ

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
    প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে কয়েকশ’ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বন বিভাগ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। (২৩ অক্টোবর) বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার সফিপুর বোর্ডমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে উপজেলার সফিপুর বোর্ডমিল  পাশা গেইট এলাকায় বিএনপির পরিচয় ব্যবহার করে ভূমিদস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে কয়েকশ’ অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার। হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলা দায়ের করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করেন। এতে অংশ নেন বিভাগীয় চারটি রেঞ্জের ২৫ বিটের ৮০ জন বন কর্মকর্তা। এ সময় বনের জমিতে গড়ে তোলা কয়েকশ’ অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান এখনো চলমান রয়েছে। ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা রেজাউল আলম জানান, গত ৫ আগস্টের পর স্থানীয় ভূমিদস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায়। এমনকি বন বিভাগের কর্মীদের ওপরও হামলা চালায়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। ইউএনও কাওসার আহমেদ বলেন, বন বিভাগের সুপারিশে যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে বনের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ছয় একর জমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে বনের জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com