জয়পুরহাটের কালাইয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এই প্রতিপাদ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। এ সময় বিভিন্ন দফতরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply