কারাবন্দি আলেমদের মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভিন্ন সময়ের হত্যাকান্ডের বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে মাজলুম ওলামায়ে কেরামের নেতৃবৃন্দ।
রবিবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতী উবায়দুল মাদানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুদীর্ঘ বছরে আওয়ামীলীগ সরকার অসংখ্য গনহত্যা চালিয়েছে। এমনকি ২০১৬ ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন চালানো হয়েছে। ৬৩টি মামলায় গ্রেফতারকৃত ৬৪জন আলেমদের নামে সর্বোচ্চ ৪৩ থেকে সর্বনি¤œ ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে প্রায় ৫ হাজার জনকে। ২০২১ সালে জেলার বহু আলেমকে অন্যায় ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। তাই বক্তারা নির্বাহী আদেশের মাধ্যমে নিরপরাধ আলেম-ওলামাদের মামলা থেকে প্রত্যাহার করতে সরকারের কাছে দাবী করেন।
এছাড়াও বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার সাথে জড়িতরা যেন কিছুতেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবী জানান। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহসহ সকল শাহদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাইয়ূম ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক, মাওলানা যাকারিয়া, মাওলানা নিয়ামুল করিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আমানুল হক, মাওলানা খন্দকার ইসলাম প্রমুখ।
Leave a Reply