1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা'র বদলি ঠেকাতে মানববন্ধন - দৈনিক আমার সময়

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র বদলি ঠেকাতে মানববন্ধন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি ঠেকাতে মানববন্ধন করেন স্থানীয়রা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) বদলি অপরিবর্তিত রেখে তাকে কমলনগরের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলা পরিষদের সামনে ব্যানার হাতে নিয়ে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসাইন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মন্টি, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যত্থানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষভাবে কমলনগরকে আগলে রেখেছেন।

গত বন্যায় খাদ্যসামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দক্ষ প্রশাসক হিসেবে তিনি সবার মন জয় করে নিয়েছেন। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ঠিক হয়নি। এখনই জনগণ তাকে এ উপজেলার দায়িত্ব থেকে যেতে দিতে চায় না। এ জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন ইউএনও’কে বদলি না করে যেন কমলনগরে পুনর্বহাল রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ে আমাকে সেখানে যোগদান করতে হবে। আমার অতীত কর্মকাণ্ডে খুশি হয়ে হয়তো এলাকার জনগণ আমাকে কমলনগরেই পুনর্বহাল চেয়ে মানববন্ধন করেছেন। আমি যতদিন এখানে ছিলাম ততোদিন চেষ্টা করেছি এখানকার মানুষের উপকার করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com