“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ মহিলা সমিতি ময়মনসিংহের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। তিনি বলেন, “কন্যা শিশুরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায়িত্ব। প্রত্যেক পরিবারে কন্যা শিশু যেন মর্যাদা, ভালোবাসা ও সমান সুযোগ পায়— সেটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা।
তিনি বলেন, “কন্যা শিশুরা এখন দেশের উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে। তাদের স্বপ্নপূরণে পরিবার ও সমাজকে আরও সহায়ক ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান,জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল আলম,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপ–পরিচালক মো. আনোয়ার হোসেন,মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. রফিকুল আলম,জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক জান্নাতুন নাহার, ব্রাকের ডিভিশনাল ম্যানেজার অনিক আহমেদ অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ জোনের শিশু বিষয়ক কর্মকর্তা সুরভী বিশ্বাস।
এসময় বক্তারা বলেন, কন্যা শিশুদের আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
Leave a Reply