1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কন্টিনার ট্রলি শ্রমিকের রাস্তা অবরোধে তীব্র যানযটঃ দুর্ভোগে শিল্পকারখানা সহ সাধারণ মানুষ - দৈনিক আমার সময়

কন্টিনার ট্রলি শ্রমিকের রাস্তা অবরোধে তীব্র যানযটঃ দুর্ভোগে শিল্পকারখানা সহ সাধারণ মানুষ

জাকারিয়া হোসেন, চট্টগ্রামঃ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গত ০৪-০২-২৫ খ্রিঃ দিবাগত-রাত ৯ ঘটিকায় চট্টগ্রাম সীতাকুণ্ড থানাধীন আউটার লিংক রোড ফৌজদারহাট মুখে ডিসি পার্কে চট্টগ্রাম প্রাইমমুভার  ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সংগঠনের শ্রমিক ( গাড়ির  ড্রাইভার) দের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্ক নিরাপত্তা কর্মী সহকারে পার্কের কর্মকর্তাদের হাতে মারধরের শিকার হন শ্রমিকরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক  রাতে চট্টগ্রাম বন্দর মেইন গেট অবরোধ করে চালক শ্রমিকরা।  পরবর্তীতে বিভিন্ন আলোচনার মাধ্যমে রাতে অবরোধ সরিয়ে নেন এবং পরের দিন ০৫-০২-২৫ খ্রিঃ বুধবার সকাল থেকে আবারো তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়, এক পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা ও এলাকার রাজনৈতিক নেতাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে শ্রমিকদের সাথে ডিসি পার্কের ঘটনায় ন্যায্য বিচার হবে মর্মে আশ্বস্ত করায় দুপুরের পরে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্তু রাত পোহাতে না পোহাতেই আবার ০৬-০২-২৫ খ্রিঃ সকাল থেকে আবারো তাদের অবরোধ কর্মসূচি শুরু করে, যান চলাচল বন্ধ করে দেয়, এতে করে চরম দুর্ভোগে পড়ে চট্টগ্রাম ইপিজেড মুখি ও ইপিজেড থেকে বের হওয়া পন্য বাহী যানবাহন সহকারে বন্দরের কার্যক্রম ও সাধারণ পথচারী । শ্রমিকদের সাথে কথা বলে যানা যায় তাদেরকে দেওয়া কথা ও আশ্বস্ত করা অনুযায়ী ঘটনার কোন ব্যাবস্থা করা হয়নি,  এবং ঘটনায় জড়িত ডিসি পার্কের  সদস্যদের বিরুদ্ধে মামলা হলেও ধরা হয়নি কোন আসামী,  উল্টো শ্রমিকদের বিরুদ্ধে ও করা হয়েছে পাল্টা মামলা, এমন বিষয়কে কেন্দ্র করেই তাদের অবরোধ কর্মসূচি পুনরায় চলছে। কিন্তু সরেজমিনে ও সীতাকুণ্ড থানায় কথা বলে জানতে পারা  যায়, শ্রমিকদের বিরুদ্ধে কোন ধরনের মামলা হয়নি বরং শ্রমিক ইউনিয়ন সংগঠনের শ্রমিকদের পক্ষে নেওয়া হয়েছে মামলা, এবং আসামি ধরতে অভিযান চলমান রয়েছে ও খুব অল্প সময়ে আসামি পুলিশ হেফাজতে আসবে অভিযানের মাধ্যমে, এমন তথ্য ও নিশ্চিত করেছেন দুপুর ২ টা নাগাদ সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),  তিনি আরো বলেন আমরা এ বিষয়ে কোন অপরাধী কে ছাড় দিব না এবং সর্বদা সঠিক ও শ্রমিকদের সাথে আছি। কোন কোন  সুত্রে আবার জানা যায় এ ঘটনার পেছনে রয়েছে কোন কুচক্রী মহলের ইন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com