কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কক্সবাজার সদর থানার আওতাধীন ঝিলংজা ইউনিয়নের নতুন জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযানে ১২ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এ সময় একটি নাম্বারবিহীন মোটরসাইকেলসহ ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গেল ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ মিনিটে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মোটরসাইকেল যোগে এসে সিএনজি গতিরোধ করে এক ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২,৭৫,০০০ টাকা, একটি ডায়মন্ড রিং, একটি Vivo মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিনিয়ে নেয়। থানা পুলিশের তৎপরতায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
অভিযানে একটি কালো ও ছাই রঙের Pulsar মোটরসাইকেল (ইঞ্জিন নং: JEYCJC47164) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১. তানভীর হোসেন (২২), ২. মোঃ ইসমাইল (২০), ৩. ইমরান সরোয়ার ইমন (২১), ৪. মোঃ ইরফান ফারদিন (২০), ৫. সিহাব উদ্দিন (২৯), ৬. মোঃ সোহেল (২৮), ৭. সুমন কান্তি দাশ (২৫), ৮. মোঃ হান্নান (১৯), ৯. সাইফুল ইসলাম (২৪), ১০. মোঃ শাহীন (২২), ১১. হাসান মাহমুদ সাগর (২৬), ১২. মিজবাউল হক মুন্না (২২)।
তাদের বিরুদ্ধে ২৪ জানুয়ারি একটি মামলা দায়ের করা হয়। যার মামলা (নং: ৪৪/২০২৫) রুজু করা হয়।
এটি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply