দেশের সর্ব দক্ষিণ সমুদ্র নগরী পর্যটন জেলা শহরে অনুষ্ঠিত
আগামী ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী পৌরসভার প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। পৌরসভার ১২ টি ওয়ার্ডের ঘরে ঘরে শেখ হাসিনার পক্ষে ঈদের সালাম পৌঁছে দিতে এই তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রক্রিয়া বা গণসংযোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। মুলত ঈদ পরবর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের সালাম পৌরসভার ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। এতে জনগনের ভালোবাসায় মুগ্ধ হচ্ছি। কক্সবাজার পৌরবাসি শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর জন্য তিনি জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মো. মাহাবুবুর রহমান চৌধুরী শনিবার সকালে ১১ নম্বর ওয়ার্ডের ঝাউতলা ও গাড়ীর মাঠ, বিকালে লাইটহাউজ, সৈকতপাড়া ও আদর্শপাড়ায় শুভেচ্ছা বিনিময় করেন। এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, রামু উপজেলা সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমদ শামীম, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহেদ আলী শাহেদ, সাধারণ সম্পাদক মোর্শেদুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা কাসেম আলী, রাশেদুল ইসলাম ডালিম, খোরশেদ আলম, জহিরুল কাদের, যুবলীগ নেতা শোয়েব ইফতেখার, ডালিম বড়ুয়া, শাহেদ মোঃ এমরান, রউফ উন নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ, সমাজ কমিটির সভাপতি শরাফত উল্লাহ বাবুল সিকদার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় বৃহত্তর দক্ষিণ রুমালিয়ারছড়া সর্বস্তরের জনসাধারণের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এতে সভাপতিত্ব করেন নুর আল হেলাল। সাবেক ছাত্রলীগ নেতা মনজুর আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, সহ সভাপতি নুরুল হুদা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সেফায়েত কামাল সৌরভ, কক্সবাজার নির্মাণ শ্রমিকের সভাপতি জয়নাল আবেদীন, ৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক, পৌর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, কক্সবাজার পৌর কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
Leave a Reply