দেশব্যাপী বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি কক্সবাজারে। দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলও রয়েছে স্বাভাবিক।পিকেটারদেরও চোখে পড়েনি শহরে। তবে সিটি কলেজ এলাকায় সকালে কয়েকজন পিকেটার দায়িত্ব পালন করতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তারা সরে পড়ে।
কক্সবাজার শহরজুড়ে র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলা বিএনপির অফিসসহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এখনো পর্যন্ত শহরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply