1. : admin :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় বক্তারা- পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই: নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান - দৈনিক আমার সময়

কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় বক্তারা- পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই: নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবুর বিজয়ের লক্ষ্যে জরুরি সভা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।
জরুরি সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, দলীয় মেয়র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা তাতীলীগের সভাপতি আসিফ উল মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আলাদা আলাদা করে কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com