আজ শুক্রবার (১৭মে)সকাল ১০টার দিকে উপজেলা খুরুশকুল মনুপাড়া একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুইজন হলেন,খুরুশকুল এলাকার আব্দুল খালেক, ইয়াছিন আরাফাত।
বিষয়টি নিশ্চিত করেন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজন সিদ্দিকী।
তিনি জানান, সকালে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় খালের পাশে দুইটি মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি পুলিশকে অবগত করি।নিহত দুইজনে পেশায় জেলে। দুইদিন আগে তারা সাগর থেকে মাছ শিকার করে আসে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনো বলতে পারছি না। পুলিশ ময়নাতদন্তের পরে বলতে পারবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানান,পরিত্যক্ত অবস্থায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। আপাতত কিছু বলতে পারছি না
Leave a Reply