1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কক্সবাজারে ৬ ছিনতাইকারী আটক  - দৈনিক আমার সময়

কক্সবাজারে ৬ ছিনতাইকারী আটক 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
কক্সবাজার শহরের হোটেল মোটেলজোন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহ ১৬ মে দিবাগত রাত ১২টার পরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ছুরি, রডসহ ছিনতাই কাজে ব্যবহারে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান , বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ছিনতাইকালে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ৪জনকে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট
পুলিশের বিশেষ টিম। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল। একইদিন পৃথক অভিযানে আরও ২জনকে আটক করা হয়েছে। অভিযান
অব্যাহত রয়েছে।
ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিআইজি আপেল মাহমুদ। ছিনতাইসহ যে কোন অপরাধের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সহায়তা চেয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com