দেশের সমুদ্র নগরীর পর্যটন জেলা কক্সবাজারে নানাবিধ সেবা প্রদানের মধ্যদিয়ে বিআরটি এ কক্সবাজার সার্কেল এর দৈনন্দিন কার্যক্রম এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে সার্বিক কার্যক্রমের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি দুপুরে কক্সবাজার শহরে জেলা প্রশাসন পরিচালিত অরুণোদয় স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজার সার্কেল এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান ও ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ কক্সবাজার সার্কেল এর ইন্সপেক্টর মুহাম্মদ মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিআরটিএ’র সেবা সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কয়েকজন সেবা গ্রহীতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা তাৎক্ষণিক তাদের যথাযথ সেবা প্রাপ্তির পরামর্শ প্রদান করেন। এখানে সবচেয়ে বেশি ট্রাফিক সমস্যা ও হয়রানি বিষয় তুলে ধরেন ভুক্তভোগীরা।
Leave a Reply