কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জশনে জুলুস।
বৃহস্পতিবার সকাল দশটায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় অবস্থিত মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের করা হয় জশনে জুলুশের বর্ণাঢ্য শোভাযাত্রা।
যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ নবী প্রেমীরা অংশগ্রহণ করে। জশনে জুলুশের র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
এতে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু ঈদগাঁহ ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,
পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতি।
পরে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।
Leave a Reply