1. : admin :
কক্সবাজারে দেড় লক্ষ ইয়াবা পাচার মামলায় রায়ে একজনের যাবজ্জীবন  - দৈনিক আমার সময়

কক্সবাজারে দেড় লক্ষ ইয়াবা পাচার মামলায় রায়ে একজনের যাবজ্জীবন 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৩ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো ও জানান, ঘটনা সংগটিত হওয়ার মাত্র এক বছর ৭ মাস ৮ দিনে মামলাটি রায় ঘোষণা করা হয়েছে।
দন্ডিত আসামী হলো : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালীর রহমতের বিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের পুত্র মোঃ শাহজাহান। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ  মামলাটি পরিচালনা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০২২ সালের ২৮ মার্চ সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজারের দক্ষিণ পাশে ফ্রেন্ডশিপ হাসপাতাল গেইট এলাকা থেকে মোঃ শাহজাহান গ্রেপ্তার করে। পরে মোঃ শাহজাহান এর হেফাজত হতে এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‍্যাব-১৫ এর কর্মকর্তা হাবিলদার হিরালাল মজুমদার বাদী হয়ে মোঃ শাহজাহানকে আসামী করে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার উখিয়া থানা মামলা নম্বর : ১২৮, তারিখ : ২৮/০৩/২০২২ ইংরেজি, যার জিআর মামলা নম্বর : ৩৮৬/২০২২ ইংরেজি (উখিয়া) এবং এসটি মামলা নম্বর : ১২৫/২০২৩ ইংরেজি।
বিচার ও রায় :
মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ৪ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীর পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য্য করা হয়।
রায় ঘোষণার দিনে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(গ) ধারায় আসামী মোঃ শাহজাহানকে দোষী সাব্যস্থ করে তাকে যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে এক লক্ষ  টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।প্রশাসনিক কর্মকর্তা আববাস উদ্দিন জানান, ঘটনা সংঘটিত হওয়ার মাত্র এক বছর ৭ মাস ৮ দিনে মামলাটি রায় ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com