কক্সবাজারের সরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক
বুধবার সকালে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পৌর শহরের পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে গণশুনানি শুরু হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মো. জহুরুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন, চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক মাহমুদ হাসান, কক্সবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুল।
গণশুনানি চলাকালে কক্সবাজারে সরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ১১০ টি অভিযোগ জমা পড়েছিলো তারমধ্যে ৬৯ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এবং এবিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেছেন দুদক কমিশন।
Leave a Reply