কক্সবাজারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে কক্সবাজারে আসছেন।
তাঁকে বহনকারী একটি বিমান আজ বিকেলে কক্সবাজার বিমান বন্দরে পৌছলে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড: শামীম আরা স্বপ্ন সহ দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান। তিনি সেখান থেকে তার গ্রামের বাড়ি পেকুয়ায় যাবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া আগামীকাল ৯ জুন সোমবার সালাহউদ্দিন আহমদের উপজেলা বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন ও চকরিয়া পেকুয়ায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবার কথা রয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব।
১০ জুন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।
Leave a Reply