1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
কক্সবাজারে টুরিষ্ট পুলিশের কনস্টেবল পারভেজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - দৈনিক আমার সময়

কক্সবাজারে টুরিষ্ট পুলিশের কনস্টেবল পারভেজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072
কক্সবাজারে আলোচিত টুরিষ্ট পুলিশ কনস্টেবল পারভেজ হোসেনকে (২৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও  দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোজাফফর আহমদ হেলালী।
তিনি বলেন, ঘোষিত রায়ে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আবু তাহের মৃত্যুদণ্ডসহ ৫০০০০ টাকার অর্থদন্ড, মোহাম্মদ খালেদ খোকন ও আব্দুল মালেককে ১০ বছরের কারাদণ্ডে দন্ডিত করেছে আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টের ঝাউবনে এক পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল একদল ছিনতাইকারী।এসময় সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধরতে এগিয়ে গেলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম অভিযান চালিয়ে শহরের ঘোনারপাড়া থেকে আবু তাহের ও আবদুল মালেককে আটক করেন।
প্রসঙ্গত, পারভেজ হত্যাকান্ডের ঘটনায় কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে ৭ জনের বিরদ্ধে মামলা দায়ের করেন। নিহত পারভেজ হোসেন কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com